ঢাকা শহরের ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে দুজন, এক নারীসহ, মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রথমে এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে সেখানে উপস্থিত কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। আহত ব্যক্তিকে পরে উদ্ধার করে রিকশায় তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর একই কারণে এক নারীকে মারধর করা হয়।
প্রথমে, মারধরের শিকার ওই ব্যক্তি কলাবাগানের দিকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তার পিছু নেয় হামলাকারীরা। পরে রিকশা ঘুরিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের দিকে রওনা হলে সেখানেও হামলাকারীরা তাদের পিছু নেয়।
এদিকে, সকালে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ধ্বংস কাজ শুরু হয়। সকাল ৯টা ৫০ মিনিটের পর এক্সকাভেটর দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়, তবে কিছু সময় পরই কাজ বন্ধ হয়ে যায়। এরপরও মানুষকে হাতুড়ি ও শাবল দিয়ে দেয়াল ভাঙতে দেখা যায়।
ভেতরের একটি ভবন থেকে মানুষকে বই নিয়ে যেতে দেখা যায়। বেশির ভাগ বই হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বাংলাসহ বিভিন্ন ভাষার অনুবাদ। এ ছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে লেখা বিভিন্ন বইও রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর এই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।