সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এক ট্রাকের ধাক্কায় অপর এক ট্রাকের চালক নিহত হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছায়। এসময় পেছন থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী অপর একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মালবাহী ট্রাকটির চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।