চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের দশরশিয়া চাটাই ডুবি থেকে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসআই গোলাম রসুল জানান, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম ও গোয়েন্দা বিভাগের ওসি মাহবুব আলম এর নির্দেশে চাটাই ডুবিতে অভিযান চালিয়ে ৬০ পিচ নিষিদ্ধ ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি মৃত মফিজ উদ্দিনের ছেলে সুরুত (৪০) কে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এর সদস্যরা গ্রেপ্তার করে গোয়েন্দা অফিসে নিয়ে আসে।এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও এসআই গোলাম রসুল জানান।