রংপুর প্রতিনিধি॥
বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দন্ডাদেশ বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। বিক্ষোভটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে আসলে সেখানে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের বাগবিতন্ডা হয়। পরে যুবদলের নেতাকর্মীরা পুলিশি বাধায় সেখানেই বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমর্স, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ফিরোজ প্রমুখ। ###-২৮-০৪-২০১৮ খ্রি:আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরো চীফ।