রংপুর অফিস॥
রংপুর জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউটস এর সহ-সভাপতি আবু রাফা মোহাম্মদ আরিফ ওয়ার্কশপের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ মাহবুবুল আলম প্রামাণিক, এলটি, স্কাউটস এর সহকারী পরিচালক সৈকত হোসন । ওয়ার্কশপ শেষে রংপুর জেলা স্কাউটস এর সহ-সভাপতি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি আলেয়া খাতুন, জেলা স্কাউটস কমিশনার সিদ্দিকুর রহমান, সম্পাদক জাকিউল ইসলাম, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান খন্দকার, যুগ্ম-সম্পাদক আখতারুল ইসলাম, সহ-সভাপতি সাঈদ হোসেন, তারাগঞ্জ উপজেলা স্কাউটস এর কমিশনার সিরাজুল ইসলাম, গংগাচড়া উপজেলা কমিশনার মতিয়ার রহমান, রংপুর সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক সামছুল আলম, পীরগাছা উপজেলা স্কাউটস এর কমিশনার ইমাম হাসান, পীরগঞ্জ উপজেলা স্কাউটস এর সম্পাদক আব্দুর রহিম। ওয়ার্কশপে রংপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্কাউটস এর কমিশনার, সম্পাদক, কাব স্কাউট লিডার, স্কাউট লিডার সহ জেলা স্কাউটস এর ৫০ (পঞ্চাশ) জন প্রতিনিধি অংশনেয়।