• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

বেআইনিভাবে নির্বাচন করে সরকার রেকর্ড সৃষ্টি করেছে: বি. চৌধুরী

আপডেটঃ : বুধবার, ২ মে, ২০১৮

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বেআইনিভাবে নির্বাচন করে সরকার রেকর্ড সৃষ্টি করেছে। কিন্তু গত জাতীয় নির্বাচনের আগে তারা বলেছিল, সেটা নিয়ম রক্ষার নির্বাচন। পরে তারা কথা রাখেনি। যে সরকার কথা রাখে না, তাদের অধীনে আগামী নির্বাচন হাসির খোরাক ছাড়া আর কী হতে পারে?
মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংবাদপত্রে প্রকাশিত একটি সমীক্ষার কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, বিভিন্ন দুর্ঘটনায় গত পাঁচ বছরে ৪ হাজার ১০০ পোশাক শ্রমিক নিহত এবং সাত হাজার শ্রমিক আহত হয়েছেন। এসব দুর্ঘটনা অবশ্যই বন্ধ করার ব্যবস্থা করতে হবে। সরকার অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না, আর ক্ষতিপূরণের পরিমাণও খুব কম।
বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ব্যারিস্টার ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ