• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

সাকিব-তামিমদের সঙ্গে বিশ্ব একাদশে পান্ডে-কার্তিক

আপডেটঃ : শুক্রবার, ৪ মে, ২০১৮

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে টি-টোয়েন্টি ম্যাচে নামবে বিশ্ব একাদশ। বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়াও বিশ্ব একাদশে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। এবার সেই তালিকায় যুক্ত হলেন হার্দিক পান্ডে ও দিনেশ কার্তিক।
গত ১৯ এপ্রিল বিশ্ব একাদশের হয়ে খেলা নিশ্চিত করেছিলেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা। ২৩ এপ্রিল সেই তালিকায় যুক্ত হন সাকিব ও তামিম। এছাড়াও আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন মরগান। অপরদিকে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদেরও খেলার কথা এই ম্যাচে।
গত বছর হারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু স্টেডিয়াম। এর মাঝে পাঁচটি স্টেডিয়াম পুন:নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করতেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ