ভোলা প্রতিনিধি॥
ভোলা শহরে গত কয়েক দিন ধরে মোটরসাইকেল চুরি আর্তকে আছে, এই দিকে জেলা ব্যাপী পুলিশ ও রহেছে কঠিন নিরাপত্তায়। সর্বশেষ সদরের আলী নগর ইউনিয়নের মিজানুর মেম্বার এর চুরি হওয়া মোটরসাইকেল টি দক্ষিণ আইচা থানার এসা আই মোঃ মোহাইমিনুল ইসলাম এর নেতৃত্ব দক্ষিন অাইচা ও শশীভূষনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়ামাহা এফ জেড ভারশন ২ কালো রংয়ের গাড়িটি উদ্ধার করা হয়,এই সময় সাথে ৩ চোর কে আটক করা হয়।আটকৃতরা হলেন, শশীভূষন ২নং ওয়ার্ডের আবুল কাসেম এর ছেলে সরোয়ার (২২) কলমি ইউনিয়নের জাকির খানঁ এর ছেলে মাহফুজ (৩০) রফিক ফরাজীরর ছেলে রুবেল। আটকৃতদের বিরুদ্ধে একাদিক চুরির অভিযোগ রহেছে বলে জানা গেছে,তাদের কে ভোলা সদর থানায় আটকৃত গাড়ীসহ হস্তান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর থানার ওসি ছগির মিয়া।