রংপুর অফিস॥
ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে রংপুর জিআরপি পুলিশ। গতকাল সোমবার দিনাজপুরের বিরল ষ্টেশন থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটি রংপুর রেলষ্টেশনে এসে পৌছিলে ছাদে ভ্রমনরত যাত্রীরা ওই অজ্ঞাত তরুণের রক্তাক্ত লাশ দেখে রংপুর জিআরপি পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিহাট রেলে হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশের ধারণা ট্রেনের ছাদে ভ্রমনের সময় রেলওয়ে ব্রীজের রেলিং এর সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটতে পারে। তার পরিচয় নিশ্চিত করতে পারেনি রংপুর জিআরপি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আল-আমিন।