• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

রংপুর মহানগরীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ

আপডেটঃ : সোমবার, ৭ মে, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা এবং নি:শর্ত মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। সোমবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের দলীয় কার্যালয়ের প্রধান ফটকে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাগবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ শেষে সমাবেশ করে। মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি রুহুর আমিন বাবলু, আমজাদ হোসেন, যুগ্ন সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক  মোস্তাফিজার রহমান বিপু, সহ-দপ্তর সম্পাদক আবু আলি মিঠু প্রমুখ। অন্যদিকে রংপুর জেলা বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি সাহিদার রহমান জোসনা, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান রানা, আনিছুর রহমান আনিছ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ হারুন, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির মানিক,তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারি, গংগাচড়া উপজেলা বিএনপির সাংগঠনিক  নাজিমুদ্দিন লিজু প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেশকে আজ কারাগারে রুপান্তর করা হয়েছে। গণতন্ত্রকে কারাগারে পাঠানো হয়েছে। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়ে বিএনপিকে দমন করতে চেয়েছিলো সরকার। কিন্তুু তাদের সেই আশা পুরণ হয়নি। বিএনপি এখন আরো শক্তিশালী ও সু-সুংগঠিত। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ