ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে রোকছানা আক্তার(১৬) নামে এক ছাত্রী এস.এস.সি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে জানাগেছে। আজ সোমবার(০৭ মে) সকালে বাইশাকান্দা ইউনিয়নের ভোরাইল গ্রামে তার নিজ বাসায় ফাঁস দেওয়ার ঘটনা ঘটে। নিহত রোকছানা আক্তারের বাড়ী- ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ভোরাইল গ্রামের মোঃ গিয়াস উদ্দিন সিকদারের মেয়ে। তিনি যাদবপুর ভোবন মহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ কামরুজ্জামান জানান, এ বছর রোকছানা যাদবপুর ভোবন মহন উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অংশ নেয়। গতকাল দুপুরে ফলাফল প্রকাশের পর পরীক্ষায় অকৃতকার্য হয়েছে জানতে পেরে রাতে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।আমরা মরদেহটি উদ্ধার করে ছোরতাল করেছি।