উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলে ইরি ধান কাটার মজুরদের (কামলা) দিনের মুজুরীর টাকা দিন যেতেই বাড়ছে। একজন মজুরের আজ মঙ্গলবার দাম হয়েছে ৪শ থেকে সাড়ে ৪শ টাকা। এদিকে খোজ নিয়ে জানা গেছে, হাটগুলোয় নতুন ধান ৭শ৩০ থেকে সাড়ে ৭শ টাকায় কেনা বেচা হচ্ছে। কৃষকেরা ধানের এ দাম কম বলছে। গত দিন সাতেক আগে একজন মজুরের দিনের মজুরি ছিল সর্বোচ্চ ৩শ টাকা। কৃষি নির্ভর উল্লাপাড়া অঞ্চলে প্রায় সব এলাকায় বছরের প্রধান আবাদে ইরি ধান কাটা শুরু হয়েছে। আর সপ্তাহ খানেক বাদেই সব মাঠেই পুরোদমে এ ধান কাটা শুরু হবে। সে সময় মজুরদের চাহিদা আরো বাড়বে। তখন মজুরদের দাম আরো বাড়বে এমন ধারনা মিলছে। এরই মধ্যে মজুরেরা কৃষকদের চাহিদায় তাদের দিনে মজুরির টাকা দিন যেতেই বেশি চাইছে এবং তা নিচ্ছে। এদিকে অন্য এলাকার মজুরেরা উল্লাপাড়া অঞ্চলে ধান কাটতে মজুরি বেচতে দল বেধে আসতে শুরু করেছে। এরা বিভিন্ন এলাকায় দলবেধে জমায়েত হয়ে থাকছে। এখান থেকেই বিভিন্ন গ্রামের গৃহস্থ কৃষকেরা মজুরির হার মিটিয়ে তাদের কে নিয়ে যাচ্ছে। এমনযে, দিন হাজিরার টাকার বদলে অনেক মজুর ধান মিটিয়ে নিচ্ছে। নাগরৌহা গ্রামের কৃষক করিম মিয়া জানান, তিনি আগাম করে আবাদ করা শুভলতা জাতের ধান কাটতে শুরু করেছেন। প্রতিজন মজুরকে দিনের হাজিরায় সাড়ে ৪শ টাকা দিতে হচ্ছে। তিনি আশানুরুপ ফলন পাচ্ছেন বলে জানান।