রংপুর অফিস॥
বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রংপুরে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রংপুর সিভিল সার্জন অফিস ও মা ও শিশু হাসপাতলের যৌথ ভাবে শহরে শোভাযাত্রা বের করে। পরে সিভিল সার্জন অফিসে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার জাকিরুল ইসলাম, রংপুর মা ও শিশু হাসপাতালের সভাপতি অধ্যাপক ডাক্তার এম এ, ওয়াহেদ, ডাক্তার এ টি এম আজহারুল ইসলাম , ডাক্তার নইম আহমেদ প্রমুখ। এদিকে দুপুরে থ্যালাসেমিয়া সোসাইটি রংপুর প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচিপালন করে। এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন থ্যালাসেমিয়া সোসাইটি সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মুসাফির শাহরিয়ার ,সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত , রাহেলা আসিফ প্রমূখ ।