• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

পত্রিকা হকারের বসত ভিটার গাছ চুরি

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥

রাজশাহীর তানোরে মুরাদ আলী নামের এক পত্রিকা (হকার) বিক্রেতার বসত ভিটার গাছ চুরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় মুরাদ আলী বাদি হয়ে চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামের মৃত সিরাজ মণ্ডলের পুত্র জিয়ারুল ইসলাম, মাহবুব, হাফিজুর ও স-মিল মালিক কেরামত আলীকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। গত সোমবার দিবাগত রাতে রাতৈল গ্রামে এই গাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবাদমান দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, চাঁন্দুড়িয়া গ্রামের মৃত ফজলু মাষ্টারের পুত্র কেরামত আলীর স-মিলে দীর্ঘদিন ধরে চোরাই কাঠ বেচা-কেনা হয়ে আসছে। এলাকার যতো চোরাই কাঠ তার এখানে বেচা-কেনা হয়।

অভিযোগে প্রকাশ, উপজেলার চান্দুড়িয়া ইউপির রাতৈল মৌজার ৪৮৬ নম্বর দাগে ০,২৫ শতাংশ খাস সম্পত্তি লীজ নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন ভূমিহীন রাতৈল গ্রামের মৃত জাদের আলী মণ্ডলের পুত্র মুরাদ আলী। কিšত্ত ওই সম্পত্তি নিতে মরিয়া হয়ে উঠে প্রতিবেশি জিয়ারুলের পরিবার। স-মিল মালিক কেরামত আলীর নেপধ্যে মদদে জিয়ারুল তার সহযোগীদের নিয়ে গত সোমবার রাঁতের আধারে ওই সম্পত্তির ওপর থেকে একটি আম ও একটি কড়ই গাছ জোরপূর্বক কেটে নিয়ে কেরামতের স-মিলে বিক্রি করে। এদিকে মুরাদ আলী তার সম্পত্তির গাছ কেনো কাটা হয়েছে জানতে চাইলে জিয়ারুল তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধারালো হাঁসুয়া নিয়ে ধাওয়া করলে মুরাদ প্রাণ বাঁচাতে পালিয়ে আসে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে । এব্যাপারে জিয়ারুল ও স-মিল মালিক কেরামত আলীর সঙ্গে যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তাদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ