চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া গনেশ জননী মন্দির প্রকল্পের তাঁতি পাড়ার বড় মন্দিরের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে লাহোরপুর মন্দির চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মন্দির উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মন্দির, মসজিদসহ সকল ধর্মের ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়ে চলেছেন। এরি মাঝে এ কার্যক্রম দেশব্যাপী চলছে।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাংগঠণিক সম্পাদক রুহুল আমীন রাসেল, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য, মন্দির কমিটির সদস্যসহ এলাকার হিন্দু ধর্মাবলীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।