• শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির ৫০০ মানুষের মাঝে ভাতা বিতরণ

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
সামাজিক নিরাপত্তা বেষ্টণী কর্মসূচির আওতাধীন বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিত ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবীর সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।শহর সমাজ সেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কালচারার অফিসার ফারুকুর রহমান ফয়সল, প্যানেল মেয়র-২, নুরুল ইসলাম মিনহাজ, প্যানেল মেয়র-৩, মোসলেমা বেগম মুসি, কাউন্সিলর তসিকুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা ইমতিয়াজ কবির।  আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,আব্দুল বারেক, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আব্দুল ওদুদ তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাটি ও মানুষের কথা সবসময় চিন্তা করেন। আর চিন্তা করেন বলেই অসহায়, অবহেলিত, গরীব মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন, আমার, সরকারের, শেখ হাসিনার কাজকে যারা বাধাগ্রস্থ করতে চাই তাঁদের কঠোর হস্তে দমন করা হবে। উন্নয়নের পথকে কেউ বন্ধ করতে পারবে না। ওদুদ এমপি আরো বলেন, কোন প্রকার মিথ্যা প্রচারণা মেনে নেয়া যাবে না। আমাদের সরকার সরকার অবহেলিত গরীব প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান আব্দুল ওদুদ এমপি। ভাতা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের মানুষের হাতে চেক তুলে দেন আব্দুল ওদুদ এমপি। উল্লেখ্য ২০১৭-২০১৮ অর্থবছরের গত জুলাই-ডিসেম্বর মাসের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ৫ শ জনের মাঝে ১৬ লাখ ২০ হাজার টাকা ভাতা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ