রংপুর অফিস॥
স্ত্রী হত্যার দায়ে রংপুরে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিযামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেয়।
জানা যায়, জেলার পীরগঞ্জ উপজেলার সরলিয়া গ্রামের ফরিদা বেগম কে ২০১৩ সালের ১১ মার্চ স্বামী আমিনুল ইসলাম গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্ত্রীর মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানার এসআই সাকিউল আযম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বুধবার বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় দেন।