• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

ভোলায় অভিভাবক সমাবেশ

আপডেটঃ : বুধবার, ৯ মে, ২০১৮

ভোলা প্রতিনিধি॥
“দুর্নীতি প্রতিরোধে সুশিক্ষার বিকল্প নেই” এ স্লোগানকে সামনে রেখে ভোলার উত্তরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “টবগী মাধ্যমিক বিদ্যালয়” অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ মে) দুপুরে বাপ্তা ইউনিয়নে বিদ্যালয় মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিন মাহমুদ, , সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসামইল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-প্রধান শিক্ষক অসিম আচার্য্য। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, অভিভাবগণ উপস্থিত ছিলেন।
এসময় বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লবের সহযোগীতায় এলজিএসপি-৩ এর আওতায় টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সাত শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়। স্কুল ব্যাগ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত।
সভায় বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিক করার জন্য অভিভাবকের ভূমিকা অপরিসীম। আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে এবং কার সাথে মিশে করছে সে ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে। তারা যাতে কোন মাদক ও অন্য কোন অপরাধে জড়িয়ে না পরে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়াও এইচএসসি পাশ করার আগে কোন ছেলে-মেয়েদের মোবাইল ফোন ব্যবহার না করতে দেওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ