চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা ও চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন সমিতির কর্তৃপক্ষ। বুধবার দুপরে আল-নাহিদ হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম লিখিত বক্তবে বলেন নতুন কমিটি দায়িত্বভার গ্রহনের পর চক্ষু হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। প্রতিনিয়ত রোগীর সংখ্যাও বাড়ছে। বেড়েছে চক্ষু হাসপাতালের আয়ও। গত এপ্রিল মাসের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরে তিনি বলেন ৩ হাজার ৪৪১ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৭৩ জন রোগীর বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে। হাসপাতাল থেকে গত এপ্রিল মাসে মোট ১১ লাখ ৯৬ হাজার ৯৮০ টাকা আয় হয়েছে। চিকিৎসকের পারিশ্রমিক, অপারেশন খাত,কর্মকর্তা- কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক খরচ হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৪৬৭ টাকা। খরচ শেষ উদ্বৃত্ত হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৫১৩ টাকা। এই উদ্বৃত্ত টাকা চক্ষু হাসপাতালের নামে থাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় জমা করা হয়েছে। বিগত সময়ের চেয়ে তার দায়িত্ব ভার গ্রহনের পর চক্ষু হাসপাতালের আয় বেড়েছে এবং চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে দাবী করেন তিনি বলেন নিরালস পরিশ্রম ও ঐকান্তিক চেষ্ঠার মাধ্যমে চক্ষু হাসপাতাল কে শীর্ষ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। চক্ষু হাসপাতালে শুধু সেবা দিতে চাই বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাইনা।রোগীরা যাতে এই প্রতিষ্ঠানে এসে নামমাত্র মূল্যে সেবা পান এটা নিশ্চিত করতে চাই। গরিব, দরিদ্র রোগীদের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা চালুর আশ্বাস দেন। পাশা-পাশি টাকার অভাবে কোন রোগী কে যাতে ফিরে যেতে না হয় সেই ব্যাবস্থা ও তিনি করার আশা ব্যাক্ত করেন। এসব উদ্যেগ বাস্তবায়নে সাংবাদিকদের সহোযোগীতা কামনা করেন এবং তিনি আরও বলেন চক্ষু হাসপাতাল নিয়ে একটি চক্র বিভিন্ন ভাবে হয়রানির করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি একটি মিথ্যা মামলাও করেছে। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃমতিউর রহমান বরজাহান, আব্দুল হান্নান, কামাল উদ্দীন, মোঃ কাউসার আলী প্রমুখ।