• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

ডাকসুসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন: তোফায়েল

আপডেটঃ : বুধবার, ৯ মে, ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব উঠে আসবে বলে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন নেতৃত্বকে এগিয়ে যেতে হবে।
আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে হাসুমণি‘র পাঠশালা আয়োজিত ‘তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ ঃ প্রয়োজন আদর্শিক নেতৃত্ব’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
নির্বাচন কমিশনে বিএনপি’র প্রস্তাবিত ব্যক্তিও আছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মোখলেছুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ