রংপুর প্রতিনিধি॥
রংপুরের সদর উপজেলার লাহরির হাটে ড. ওয়াজেদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন করেছে রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদ।
গতকাল বুহস্পতিবার সকাল ১১ টায় কাচারী বাজার এলাকায় বৃষ্টিতে ভিজেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের আহবায়ক ও আওয়ামীলীগের উপদেষ্টা পর্ষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান। এসময় রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব সামসুল ইসলাম লিচু এর সঞ্চালনে বক্তব্য রাখেন আওয়ামী টেক্সাস বার এসোসিয়েশন রংপুরের সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম মুকু, ২৪ মার্চ স্মৃতি সংসদ দামোদপুরের সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, প্রফেসর দেলোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে চৌধুরী খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ, উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর অঞ্চল এগিয়ে গেলেও দেশের অন্যান্য অঞ্চল থেকে রংপুর অঞ্চল পিছিয়ে। রংপুর কে এগিয়ে নিতে শিক্ষার আরো প্রসার ঘটাতে হবে। এজন্য প্রয়োজন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি রংপুরের সদর উপজেলার লাহরির হাটে ড. ওয়াজেদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।