• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

মানুষের জীবনের কোনো মূল্য নেই-রংপুরে এরশাদ

আপডেটঃ : রবিবার, ১৩ মে, ২০১৮

রংপুর অফিস॥
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগে ঘরে খুন বাইরে গুম বলতাম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত মানুষ মরছে। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছে না।
গতকাল রোববার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে। জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে। তিনি বলেন ,বিএনপি যতই হামবিতামবি আর হুমকিধামকি দিক না কেন আগামী জাতীয় সংসদনির্বাচনে তাদের অংশ গ্রহণ করতে হবেই। কারণ নির্বাচনে অংশ না নিলে তাদের দলের নিবন্ধনবাতিল হয়ে যাবে ।তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে তা আমি বলতে চাই না। আমাকে সঙ্গে নিয়ে হোক আর যে ভাবেই হোক আওয়ামী লীগকে জয়ী হতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, নিরপেক্ষ নির্বাচন দেয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়।
এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, মহানগর জাপার সভাপতিও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা , সেক্রেটারি এসএম ইয়াসীর, জেলা সেক্রেটারী ফখর উজ জামান জাহাঙ্গীর ,জাপা নেতা ডা. আক্কাস আলী সরকার ও হাজী আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ