টাঙ্গাইল প্রতিনিধি: সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা আলীম মাদ্রাসার এবতেদায়ী শাখার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি।
এ উপলক্ষো আয়োজিত আলোচনা সভায় আলহাজ নাজমুস সাকিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাফারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।
এরআগে সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি স্থানীয় যুবক আকবর আলী আশা পরিচালিত প্রজন্ম প্রতিবন্ধী স্কুল পরির্দশন করেন।