• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

রংপুরে ভূয়া মুক্তিযোদ্ধার দাপট!

আপডেটঃ : সোমবার, ১৪ মে, ২০১৮

রংপুর অফিস ॥
ভূয়া মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এলাকায় অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন পীরগাছা উপজেলার হরগোবিন্দ গ্রামের আব্দুস সাত্তার ।  সে নিজেকে হিসেবে জাহির করে এলাকায় মানুষের ওপর  হয়রানী, মিথ্যা মমালা ও চাঁদাবাজিসহ  সমস্যা সৃষ্টি করেছে । তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে  একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে  শাহজাহান আলী গত ১০ মে রংপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার এবং ক্যালাণী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বরাবর লেখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানা যায়, গত ০৫ মে শাহজাহান আলী নিজ নামিও সম্পত্তির উপর ঘরবাড়ী নির্মাণ করতে গেলে আব্দুস সাত্তার তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। শাহজাহান আলী দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আব্দুস সাত্তার তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। একই এলাকার আব্দুর রহমান জানান, আমার ৫ শতাংশ জমি ঐ ভূয়া মুক্তিযোদ্ধা জবর দখল করে খাচ্ছে। ইউপি চেয়ারম্যান নুর আলম জানান, আব্দুস সাত্তার গ্রামের সাধারণ মানুষকে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন প্রকার হয়রানীর চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী শাহজাহান আলী  বলেন, সঠিক মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে পুলিশ প্রশাসনের কাছে ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। স্থানীয় বীরমুক্তিযোদ্ধা (কমান্ডার) অজিউল্লাহ ও বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান জানান, হরগোবিন্দ গ্রামে আব্দুস সাত্তার নামে কোন বীরমুক্তিযোদ্ধা নেই। তিনি মহান বীরমুক্তিযোদ্ধার নাম করে সমাজে বহু অপ্রীতিকর কর্মকান্ড করছে। এ বিষয়ে আব্দুস সাত্তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করেন। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে  জানা গেছে, তিনি  বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালতে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেন। এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ফাউজুল কবিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এইরকম ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ আমরা পেয়েছি। সত্যতা পেলে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ