টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের মধুপুর কুড়ালিয়া গ্রামের মৃত চান মামুদ মন্ডল এর ছেলে বীরমুক্তিযোদ্ধা মো: আ: হালিম (৮২) কে ভূয়া অমুক্তিযোদ্ধা বানানোর জন্য অপ্রচেষ্টা চালাচ্ছে মধুপুর উপজেলার কতিপয় চক্ররা। বীরমুক্তিযোদ্ধা মো: আ: হালিমের মুক্তিযোদ্ধা সংক্রান্ত সকল কাগজপত্রাদি পর্যালোচনা করে পাওয়া যায় যে, মো: আ: হালিম ১৯৭১ সনের সম্মুখ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেন। তার প্রমাণ সাপেক্ষে বাংলাদেশ গেজেট নং ৬০৪৩ তাং- ৩০জুন, ২০০৫, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযুদ্ধ সাময়িক সনদ নং- ৯৮০১৬, স্বরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতা সংগ্রামের সনদ নং- ৫০৭২, জাতীয় তালিকা নং- ১ম/মধু/টাং/০৪, মুক্তিযোদ্ধা ভাতা বহি নং- ১৩৫ এ সকল প্রমাণ পাওয়া গেছে। বীরমুক্তিযোদ্ধা মো: আ: হালিম এর সকল প্রমাণ থাকা স্বত্ত্বেও মধুপুর উপজেলার কতিপয় অসৎ ব্যক্তিরা স্বার্থলোভী হইয়া প্রকৃত মুক্তিযোদ্ধা মো: আ: হালিম কে ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে উঠেপড়ে অপ্রচেষ্টা চালাচ্ছে। সরেজমিন ঘুরে প্রকৃত মুক্তিযোদ্ধা মো: আ: হালিমের স্বপক্ষে কথা বলেন সমাজের সুধীজনরা। এলাকার গণ্যমান্য ও সুধীজনেরা বীরমুক্তিযোদ্ধা মো: আ: হালিমের মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিষয় নিয়ে তার মঙ্গল কামনা করেন। মো: আ: হালিম জানান, আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের সকল সুবিধাদি ভোগ করিতেছি। সম্প্রতি একটি কুচক্রি মহল আমার মুক্তিযোদ্ধা সংক্রান্ত সকল বৈধ কাগজপত্রাদি থাকার পরেও ব্যক্তিগত স্বার্থের লোভে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সাজানো বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়। উক্ত মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে আমি তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাচ্ছি।