পাবনা প্রতিনিধি॥
এইডস প্রতিরোধে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউসের আয়োজনে সোমবার পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন রুমে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ তাহাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম। সভায় এইডসের উপর তথ্য উপস্থাপন করেন লাইট হাউস পাবনার সাব ডিআইসি ইনচার্স আশরাফুল ইসলাম।
মতবিনিময় সভায় বলা হয়, বাংলাদেশে প্রথম এইচআইভিতে আক্রান্ত ব্যাক্তি সনাক্ত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশ ভৌগোলিক অবস্থান এবং প্রতিবেশি দেশ সমুহে এইচআইভি ও এইডস এর আধিক্য বাংলাদেশেকে ঝুঁকির মধ্যে রেখেছে। এর ফলে প্রতি বছর দেশে এইচআইভি ও এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২০১৭ সাল পর্যন্ত দেশে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয় ৫ হাজার ৫’শ ৮৬ জন। ২০১৭ সাল পর্যন্ত এইচআইভি ও এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯’শ ২৪ জন। শুধুমাত্র ২০১৭ সালেই মারা গেছে ১’শ ২৫ জন। সভায় এইচআইভি ও এইডস প্রতিরোধে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন বক্তারা। মতবিনিময় সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক এনজিও কর্মসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।