• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

দেলদুয়ারে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেটঃ : সোমবার, ১৪ মে, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের দেলদুয়ারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো শাকিল (১৬) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার(১৩ মে) উপজেলা সদরের কুইচতারা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বাড়িতে এ দুর্ঘনা ঘটে। শাকিল ওই গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শাকিল সংসারে অভাবের কারণে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করত। ওই দিন চেয়ারম্যানের বাড়িতে শাকিল একতলা ভবনের ছাদে কাজ করছিল। কাজের এক পর্যায়ে ছাদ থেকে ২ থেকে ৩ ফুট উপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাড়ির মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শাকিল আমার বাড়িতে কাজ করতে নয়, খেলতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি দেলদুয়ার জোনাল অফিসের ডিজিএম বিপ্লব কুমার সরকার জানান, বিদ্যুৎ লাইনের তার সরানোর জন্য আব্দুর রাজ্জাক মিয়ার আবেদন পেয়েছি। আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম চলছে। কিন্তু তার সরানোর পূর্বে ওই ছাদে কাজ করতে যাওয়া ঠিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ