• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

স্কুল ছাত্রী অপহরণের দায়ে আটক-২

আপডেটঃ : সোমবার, ১৪ মে, ২০১৮

কালিয়কৈর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের দায়ে দুজনকে সোমবার দুপুরে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কালিয়াকৈর বাজার এলাকার জাফর মিয়ার ছেলে রনি মিয়া (২১) ও একই এলাকার হরিপদ পালের ছেলে পলাশ পাল (২৩)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকা বাসী সূত্রে জানা যায়, আটককৃতরাসহ আরও কয়েকজন দীর্ঘদিন থেকেই স্কুল সময়ে আশে পাশে ঘোরাফেরা করত। আর স্কুল ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্তত্য করত। প্রতিদিনের মত স্কুল টিফিন দিলে ঐ ছাত্রী বাড়ী চলে যায়। পরে  আটককৃতরা ও তাদের বন্ধু মৃদুল,শরিফ এবং অজ্ঞাত কয়েকজন বখাটে স্কুল ছাত্রীদের যাতায়াতের রাস্তায় আগে থেকেই ওত পেতে থাকে। পরে অপহৃত মেয়েটি টিফিন শেষে স্কুলে ফেরার পথে স্কুলের কাছেই মেয়েটিকে হাত ধরে টানাটানি করে একটি চিপা রাস্তার ভিতরের দিকে নিয়ে যায়। এসময় সাথে থাকা বান্ধুবী দৌড়ে বিদ্যালয়ে খবর দেয়। পরে সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকগন ঘটনাস্থলে উপস্থিত একটি ঘরের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করে। এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে  দ্রুত অপহরণকারী দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ