• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

খালেদার জামিনের আপিলে অসমাপ্ত বক্তব্য রাখার সুযোগ পেলেন অ্যাটর্নি জেনারেল

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর অসমাপ্ত বক্তব্য রাখার সুযোগ পেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার বেলা ১১টার বিরতির পর তিনি আপিল বিভাগে বক্তব্য রাখবেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি করার অনুমতি দেন।
আজ জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর রায়ের জন্য দিন ধার্য ছিলো। রায় ঘোষনার জন্য বিচারপতিরা এজলাসে আসেন।
এ পর্যায়ে অ্যাটনি জেনারেল বলেন, ওইদিন হট্টগোলের কারনে শুনানি শেষ করতে পারিনি। একদিন সময় দিন। প্রধান বিচারপতি বলেন, কোন বক্তব্য থাকলে এখনই বলুন। অ্যাটনি জেনারেল বলেন, এখন প্রস্তুতি নেই। অনেক মামলায় তো আপনারা সুযোগ দিয়ে থাকেন। কাল রায়ের জন্য রাখেন।
প্রধান বিচারপতি বলেন, কাল আমাদের সহকর্মী একজন বিচারপতি থাকতে পারবেন না। এরপর বিরতির পর অসামাপ্ত বক্তব্য রাখার জন্য অ্যাটনি জেনারেলকে সুযোগ দেয় আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ