জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে আনা আপিলের ওপর আগামীকাল বুধবার রায় ঘোষণা করা হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে আজ মঙ্গলবার এ আদেশ দেয়।
এর আগে গত ৯ মে বিষয়টি নিয়ে শুনানি শেষে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। আজ বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের অনুমতি সাপেক্ষে আবারো শুনানি করেন। তার বক্তব্যের পর খালেদা জিয়ার পক্ষে সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। একই সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেয়া হয়। একই সঙ্গে অর্থদণ্ডও দেয়া হয়।