কুমিল্লার ২টি নাশকতার এবং নড়াইলের একটি মানহানির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদেনের ওপর শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আগামী রবিবার এ মামলার আদেশ দেয়া হবে।
আজ তৃতীয় দিনের মতো কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এদিন রাষ্ট্রপক্ষে অসমাপ্ত শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত জানান, ‘আগামী রবিবার বাকি শুনানি শেষে ঐদিনই আদেশ দেয়া হবে।