বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে বিশেষ অভিযানে ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ আটক হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৪টি উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট সদরে ২ জন, ফকিরহাটে ২ জন, কচুয়ায় ১ জন ও মোংলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।