• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

সিরিজ দুর্ঘটনার কবলে যুক্তরাষ্ট্রের বিমান

আবারো বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে নিহত সব আরোহী 

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক দিনের ব্যবধানে আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর সব আরোহী মারা গেছেন। উড়োজাহাজটিতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিধ্বস্ত বিমানটির সন্ধান মিলে।

আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়।

বিমানটি আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৩৭ মিনিটে। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর। আলাস্কার জন নিরাপত্তা বিভাগ জানায়, ছোট আকারের ওই বিমানে পাইলটসহ ১০ জন ছিলেন। বিকেল ৪টা নাগাদ (স্থানীয় সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। র‌্যাডারে শেষ সংকেত ধরা পড়ে ৩টা ১৬ মিনিটে। তারপর থেকে আর বিমানটির খোঁজ পাওয়া যায়নি।

খারাপ আবহাওয়ার কারণে বার বার তল্লাশি অভিযান চালিয়েও বিমানটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইউএসসিজি জানায়, নোম শহর থেকে আনুমানিক ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। বিমানের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। মনে করা হচ্ছে, বাকি সাতজনও সেখানে রয়েছেন। কিন্তু ধ্বংসাবশেষ সরিয়ে তাদের বার করা সম্ভব হয়নি এখনো।

এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এ ঘটনায় ওই বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু হয়।

এছাড়া ১ ফেব্রুয়ারি আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ