• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

কানসাটে আম বিক্রি শুরু॥দাম নিয়ে হতাশ কৃষক

আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
স্থানীয় প্রশাসনের বেধে দেয়া সময় অনুযায়ী ২০ মে গুটি ও ২৫ মে শুক্রবার গোপালভোগ জাতের আম নামানোর সময় নির্দ্ধারণ থাকলেও ঠান্ডা আবহাওয়া ও শিলাবৃষ্টির কারনে গাছে আম না পাকায় অনেকেই আম নামাতে পারেনি। ফলে শুক্রবার পর্যন্ত জেলার সব চেয়ে বড় আম বাজার কানসাটেও আম দেখা যায়নি। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলার ২/১টি জায়গায় আম বিক্রি শুরু হলেও শনিবার বেলা ১২টার দিকে মাত্র এক ভ্যান (আড়াইমন) রানি গোপাল আম নামান কাশিয়াবাড়ীর আম ব্যবসায়ী কাশিম উদ্দীন। বাজাওে কোথাও কোন আম না নামলেও প্রথমে তিনি দাম বেশি পাবার আশা কওে নিরাশ হন। তাকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। কারন হিসেবে তিনি জানান,সু-সাদু রানি গোপাল আম গাছে পেকে যাওয়ায় বাধ্য হয়েই বাজারে নামিয়েছেন। কিন্তু ৪০/৫০ টাকা কেজি দরে দাম চেয়েও বিক্রি করতে পারছেন না ক্রেতার অভাবে। দেশের রাজশাহী ও সাতক্ষিরায় আগে আম পেকে যাওয়ায় এসব এলাকায় বাইরের ক্রেতারা অবস্থান করছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জে জেলার বাইরের ক্রেতা না থাকায় এবং রমজান মাসে আমের চাহিদা কম থাকায় স্থানয়ি ক্রেতাদেরও আমের প্রতি আগ্রহ কম। বিভিন্নস্থান হতে আম ক্রেতারা সঠিক সময়ে না আসায় এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে আম বিক্রেতা কাসিম উদ্দীন কে।একই অবস্থা জেলার অন্যান্য আম ব্যবসাযীদেরও।  তবে আম সংশি¬স্ট ব্যবসায়ী নেতারা জানিয়েছেন আগামী ২০ রমজান থেকে কর্মচাঞ্চাল্য হয়ে উঠবে দেশের বৃহত্তম কানসাটের এই আম বাজার।এদিকে শিবগঞ্জ আম বাজার ও সদর উপজেলার সদরঘাট আমবাজারে গিয়ে কোন আম চোখে না পড়লেও সবজি বাজারগুলোতে স্বল্প কিছু আম বিক্রি হতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ