চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
পাকা আম আহরণের পূর্ববর্তী ও পরবর্তী উন্নত ব্যবস্থাপণা ও বিপণন বিষয়ক দুদিনের প্রশিক্ষন কর্মশালা শিবগঞ্জে শুরু হয়েছে। শিবগঞ্জ ম্যাংগো অসোসিয়েশন এর আয়োজনে এবং এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোসন কাউন্সিল ( এপিবিপিসি) ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’অসোসিয়েশন বাপার উদ্যোগে উপজেলা কৃষি অফিস হল রুমে শনিবার ২ দিন ব্যাপি এই প্রশিক্ষন কর্মশার উদ্বোধন করা হয়।
শিবগঞ্জ ম্যাংগো অসোসিয়েশন এর সভাপতি মো.ওমর আলীর সভাপতিত্বে কর্মশালায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের ঊর্দ্ধতণ বৈজ্ঞানিক কর্মকর্তা মো.শরফ উদ্দিন, বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’অসোসিয়েশন বাপার সচিব মো.তৈবুর রহমান, শিবগঞ্জ ম্যাংগো অসোসিয়েশন এর সম্পাদক মো.ইসমাইল খান।
দুদিন ব্যপি এই কর্মশালায় উপজেলার প্রায় ৭০ জন প্রকৃত আম চাষী অংশ গ্রহন করছে। রোববার প্রশিক্ষন শেষে সনদপত্র তুলে দেয়া হবে।