• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

বয়স বাড়িয়ে মেয়েকে বিয়ে দেয়ায় বাবাসহ দুজন কারাগারে

আপডেটঃ : বুধবার, ৬ জুন, ২০১৮

স্কুলপড়ুয়া মেয়েকে বয়স বাড়িয়ে বিয়ে দেয়ার দায়ে কারাগারে পাঠানো হয়েছে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের আরাজি একতারপুর গ্রামে। আটককৃত দুইজনকে আজ মঙ্গলবার দুপুরে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার আরাজি একতারপুর গ্রামের সেই মেয়ের বাবা সাইদুল ইসলাম (৪০) ও তার সহযোগী উপজেলার বারদিবা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং সাবেক ইউপি মেম্বার লুৎফর রহমান (৪৫)। এছাড়া অন্যান্য আসামিরা হলেন, বর ইমন (২০), প্রতিবেশী আলতাব হোসেন (৩৫) ও মৌলভী সুমন (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বলেন, আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন গতকাল সোমবার ওই মামলা করেন। আজ মঙ্গলবার আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ