বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলায় জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছে আদালত।
আজ বৃহস্পতিবার পতাকা অবমাননা মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব জামিন শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন।
এ ছাড়া জন্মদিন পালনের অপর মামলায়ও জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদনের শুনানি করেন। তিনি বলেন, আদালতে আবেদন দাখিল করে বলেছি হাইকোর্ট দ্রুত শুনানি করে জামিন আবেদন নিষ্পত্তি করতে বলেছেন। এই দুই মামলা জামিনযোগ্য ধারায়। দ্রুত শুনানি করে জামিন দিন। শুনানি শেষে আদালত উভয় মামলায় ২১ জুন তারিখ দেয়।