• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি: হানিফ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করেনা। তারা ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে নির্বাচনে না আসাতে নানা প্রকার ফন্দি এঁটে চলেছে। তারা চায় দেশের এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। কিন্তু বাংলার মাটিতে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না।
আজ বুধবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন প্রমুখ।
হানিফ বলেন, শেখ হাসিনার সাড়ে ৯ বছরের শাসনামলে দেশ আজ উন্নতির শিখরে অবতীর্ণ হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের মত মরণব্যাধির বিরুদ্ধে শেখ হাসিনা দেশব্যাপী যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন তা ইতোমধ্যে দেশে এবং বহিঃর্বিশ্বে সুনাম বৃদ্ধি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ