• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

রণবীরের বিয়ে করার এটাই আদর্শ সময়: ঋষি কাপূর

আপডেটঃ : রবিবার, ১ জুলাই, ২০১৮

মুক্তির সঙ্গে সঙ্গে পরিষ্কার, মেগাহিট হতে চলেছে রণবীর কাপূরের ছবি সঞ্জু। ছেলের সাফল্যে খুশি পাঁচটা মধ্যবিত্ত বাবার মতই রণবীর কাপূরের বাবা ঋষি এবার তাই ছেলের বিয়ে দিতে চাইছেন।
বর্ষীয়াণ অভিনেতা ঋষি কাপূর রণবীর ও তাঁর ঘনিষ্ঠতম বন্ধু পরিচালক অয়ন মুখার্জির একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। লিখেছেন, দুই বন্ধুর বিয়ে করার এটাই সেরা সময়!
উল্লেখ্য, রণবীর এখন প্রেম করছেন ভাটকন্যা আলিয়া ভাটের সঙ্গে। অয়নের পরিচালিত ছবি ব্রহ্মাস্ত্র-র সেটে তাদের দুজনের ঘনিষ্ঠতা হয়। এর আগে অয়ন ও রণবীর কাজ করেছেন ওয়েক আপ সিড ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ