জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর অনুকূলে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী ইদ্রিসুর রহমান ও হাবিবুর রহমান শওকত ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে তৌহিদুর রহমান শুনানি করেন।
ইদ্রিসুর রহমান ইত্তেফাককে বলেন, রিটকারী পক্ষের আইনজীবীরা আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ (ডিসমিসড ফর ডিফল্ট) করে দিয়েছেন।
২০১৬ সালে জাসদ ত্যাগ করে বাজাসদ নামে পৃথক রাজনৈতিক দল গঠন করেন শরীফ নূরুল আম্বিয়া। ওই বছরের ২৬ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদের অনুকূলে মশাল প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আম্বিয়া। ওই রিটের ওপর রুল জারি করে আদালত।