• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

হাজার টেস্টের রেকর্ড গড়ছে ইংল্যান্ড

আপডেটঃ : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে কাল বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ টেস্ট দিয়ে ক্রিকেটে প্রথম দল হিসেবে হাজারতম টেস্ট খেলতে নামছে ইংলিশরা। টেস্ট ফরম্যাটে আজ অবধি কোন দলই ১ হাজার টেস্ট খেলতে পারেনি। প্রথম দল হিসেবে ইংল্যান্ডই এমন রেকর্ড করতে যাচ্ছে। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী হবে ভারত। সৌভাগ্য বিরাট কোহলির দলের।
১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে লড়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেটিই ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এরপর এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে তারা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এটি। এই রেকর্ড আরও বড় করতে যাচ্ছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামলেই বিশ্ব ক্রিকেটে এক অনন্য ইতিহাসের জন্ম দিবে ইংল্যান্ড। ৯৯৯ ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। এরমধ্যে দেশের মাটিতে ৫১০ ম্যাচ খেলেছে ইংলিশরা। ২১৩টি জয়, ১১৯টি হার ও ১৭৮টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয় ইংল্যান্ডের চেয়েও বেশি। ৩৮৩ ম্যাচে জিতেছে তারা। ২১৯টি ম্যাচে হার ও ২০৮টি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫৩৫ ম্যাচ। ৫২২ ম্যাচ খেলে চতুর্থস্থানে রয়েছে ভারত। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর আজ অবধি ১০৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করেছে টাইগাররা। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ