• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেটঃ : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩০)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বিশ্বাসপাড়ার গোলাম রাব্বানী মণ্ডলের ছেলে।
পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, বিয়ের পর থেকে শহীদুল ইসলাম তার স্ত্রী কুলসুম বেগমের পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না পেয়ে ২০১৩ সালের ৭ অক্টোবর শহীদুল ইসলাম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। ওই দিন কুলসুমের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে শহীদুল ইসলাম, তার বাবা রাব্বানী মণ্ডল ও মা নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শিবগঞ্জ থানার এসআই মাসুদ রানা ওই বছরের ২৮ নভেম্বর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় ১৭ জনের সাক্ষগ্রহণ শেষে সোমবার এ রায় প্রদান করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ