বিনোদন জগতে বিখ্যাত কিম কারদাশিয়ান। অভিনয় প্রতিভার জন্য অবশ্য বিখ্যাত নন তিনি। রিয়্যালিটি শোয়ে মুখ দেখিয়ে বিখ্যাত। সোশ্যাল সাইটে খোলামেলা ছবি প্রকাশ করে সবার আলোচনায় চলে আসাতে জুড়ি নেই তার। আর এমন একজনের সঙ্গে তুলনায় চলে এলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুলের কাছে হারে পিএসজি। তার পরেই নেইমারকে কটাক্ষ করতে ছাড়েননি ইংলিশ মিডফিল্ডার বার্টন।
তিনি বলেছেন, আমার মতে নেইমার হলো ফুটবলের কিম কারদাশিয়ান। বিশ্বের সেরা ফুটবলার নয় নেইমার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিও মেসির থেকে পিছিয়ে সে। রাশিয়াতেই সেটা দেখা গিয়েছে।
কারদাশিয়ানের সঙ্গে নেইমারের তুলনা টেনে বার্টন বলেন, ফুটবল দক্ষতার দিক থেকে বিচার করলে নেইমার অবিশ্বাস্য নয়। বিপণন জগৎ তাকে সেরা বানিয়ে রেখেছে। ঠিক যেমন কারদাশিয়ানকে বানিয়েছে, তেমনটাই।