ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এশিয়া কাপের চলতি আসরে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই এই কীর্তি গড়েন ধোনি।
ভারতের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ৫০৫ টি ম্যাচ খেলেছেন ধোনি। ফলে পেছনে পড়ে যান আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। দেশের জার্সি গায়ে দ্রাবিড় খেলেছেন ৫০৪ টি।
ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ২৪ বছরের ক্যারিয়ারে ৬৬৪ টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৯ সালে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেকের হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে বড় ফরম্যাট দিয়েই ক্রিকেটকে বিদায় বলেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।