শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছে। দুজন মিলে ৯৪ রানের জুটি গড়ে তোলেন।
এর আগে দলীয় মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। শূন্য রানে ফিরে যান সৌম্য। আর মুমিনুল ৫ রানে সাজঘরের পথ ধরেন। এই আসা যাওয়ার তালিকায় নাম লেখান লিটন দাস। তিনি ৬ রান করেন।
পঞ্চম ওভারের লিটন দাস ফিরে যাওয়ার পরে জুটি বাঁধেন মিঠুন ও মুশফিক। তাদের ব্যাটিংয়ে ভর করে ১০০ পেরোয় বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ২৫ ওভারে ৩ উইকেটে ১০৩ রান। মুশফিক অর্ধশত করে ক্রিজে আছেন। আর মিঠুন করেছেন ৪৪ রান।
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি হচ্ছে।
অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে মুমিনুল হক সৌরভকে।