বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এশিয়া কাপের চলতি আসরে সুপার ফোরের শেষ ম্যাচে গত রাতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে বাংলাদেশ। ব্যাটি-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানকে পরাস্ত করে টাইগাররা।
পাকিস্তানের এমন দুর্দশা দেখে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। তারই বহিঃপ্রকাশ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা। সেই তালিকা থেকে বাদ যাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আফ্রিদি লিখেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। সবদিক দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স ছিলো হতাশার। তিন বিভাগেই আগ্রাসী ক্রিকেটের ঘাটতি দেখা গেল তাদের। এই তরুণ দলটি সর্বশেষ টুর্নামেন্টে ভালো করেছিল এবং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল অনেকটাই। শক্তভাবে ফিরতে হলে অনুশীলনে আরও পরিশ্রম করতে হবে তাদের। সবকিছু নতুনভাবে শুরু করতে হবে এই দলকে।’