টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিনের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি রুবেলসহ চার ছাত্রলীগ কর্মীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আটককৃত আসামিদের আদালতের কাছে সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন তাদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘাটাইল থানার ওসি মাকসছুদুল আলম জানান, রিমান্ডকৃত আসামিদের টাঙ্গাইল জেলা ডিবি কার্যালয়ে রেখেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল থানা মোড়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ তুহিন ও ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) এর গাড়িবহরে হামলা চালায় একদল দুস্কৃতকারী। পরে গত ২৮ সেপ্টেম্বর তুহিন আব্দুল্লাহ নিজে বাদী হয়ে ঘাটাইল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে আসামি করে ১০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেন।