নতুন করে বিস্ফোরক এক মন্তব্য করলেন বলিউড পাড়ার আলোচিত অভিনেত্রী সানি লিয়ন। তিনি বলেন, ১৮ বছর বয়সে প্রথম যৌন হেনস্থার শিকার হই।
সানি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমার তখন ১৮ বছর বয়স। মিউজিক ভিডিওতে প্রথমবারের মত সুযোগ পেয়ে দারুণ লেগেছিল। কিন্তু শুটিংয়ে আমার সঙ্গে এক র্যাপ গায়ক অসভ্যতা করে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু সাহস করে আমি পরিচালক এবং প্রযোজককে জানিয়েছিলাম। ওদের বলেছিলাম, হয় ও কাজ করবে, না হলে আমি। আর আমাকে লিড হিসেবে কাস্ট করেছিল ওই মিউজিক ভিডিও’র জন্য। ফলে আমাকে বাদ দিতে পারবে না জানতাম।
সম্প্রতি বলিউড পাড়ায় যৌন হেনস্থার প্রতিবাদ করতে মুখ খুলেছে অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় এসব কথা বলেন সানি লিয়ন।
সানি লিওনের ভাষায়, আমি চাই না আর কোন মেয়ে যৌন হেনস্থার শিকার হোক।