মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মার্কিন টেলিভিশন ‘সেনসেশন’ কিমের সঙ্গে নিজের টুইটারে একটি ছবি পোষ্ট করেন প্রিয়াঙ্কা। আর এতেই ঝড চলছে ইন্টারনেটে। হুমড়ি খেয়ে পড়েছে প্রিয়াঙ্কার ভক্তরা ওই ছবিতে।
প্রিয়াঙ্কার ওই পোষ্টে তার অনেক ভক্ত লিখেছেন, প্রিয়াঙ্কাকে কিমের থেকে বেশি সুন্দর লাগছে। আবার কেউ লিখেন, দুই স্টারকে একসঙ্গে দেখতে পেরে সত্যি অনেক ভাল লাগছে।
ওইদিন প্রিয়াঙ্কাকে দেখে কিম বলেন, প্রিয়াঙ্কা খুব সুন্দর।
নিউ ইয়র্কের একটি দামি ব্র্যান্ডের ফ্যাশন শপে কিমের সঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। সেখানেই দুই তারকাকে ক্যামেরার সামনে ফটো সেশনে দেখা যায়। আর সে ছবিই পোষ্ট করেন নিজের টুইটারে।