লা লিগায় বছরের প্রথম জয় নিয়ে রিয়াল বেতিসের মাঠ ছাড়লেও জয়ের সাথে হাতের আঙ্গুলে চোট নিয়ে ফিরতে হচ্ছে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার। ম্যাচ চলাকালীন সময়ে চোট পাওয়া বেনজেমার হাতের আঙ্গুল ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি।
রবিবার (১৩ জানুয়ারি) স্পেনের শীর্ষ লিগ লা লিগায় ২-১ গোলে জিতে রিয়াল। ম্যাচের প্রথমার্ধের বর্ধিত সময়ে মাঠে পড়ে গিয়ে ডান হাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা। এ কারণেই ম্যাচের দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি এই ফরাসি ফরোয়ার্ডের।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক: শিল্পমন্ত্রী
ম্যাচ শেষে রিয়ালের এই ফরাসি ফরোয়ার্ডের আঙ্গুল ভাঙ্গার তথ্যটি নিশ্চিত করলেও তার সেরে উঠতে ঠিক কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানাননি দলটির কোচ। আগামী বুধবার (১৬ জানুয়ারি) কোপা দেল রেতে নিজেদের পরবর্তী ম্যাচে লেগানেসের মাঠে নামবে রিয়াল।